যারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেদের চুল পড়া বন্ধ করতে চান আজকে আমি তাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চুল পড়া বন্ধ করতে জবা পাতার অসাধারণ হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক গুলো চুলের যত্নে অসাধারণ কাজ করবে। আজ আমি আপনাদের সাথে আরো শেয়ার করব চুলের যত্নে জবা পাতার উপকারিতা।
বন্ধুরা, জবাফুল বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যেমন, রূপচর্চা, চুলের যত্নে ইত্যাদির কাজে । কিন্তু আমরা অনেকে এটা জানি না যে জবা ফুলের সাথে সাথে জবা পাতাও কিন্তু চুলের যত্নে দারুন দারুন সব হেয়ার প্যাক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়।
জবা পাতার হেয়ার প্যাক পুরোপুরি চুল পড়া বন্ধ করে দিবে এবং এটি চুল পড়া বন্ধ করার সাথে সাথে নতুন চুল গজিয়ে চুল ঘন এবং লম্বা করে তুলতে সাহায্য করবে।
তাহলে বন্ধুরা চলুন দেখে নেই কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেদের চুল পড়া বন্ধ করতে জবা পাতা চুলের যত্নে ব্যবহার করব এবং কিভাবে জবা পাতার দারুন কার্যকরী হেয়ার প্যাক গুলো তৈরি করব।
চুলের যত্নে জবা পাতার উপকারিতাঃ
- জবা পাতার ব্যবহার করার মাধ্যমে চুলের গোড়া অনেক বেশি শক্ত হয়ে যায়।
যার কারণে জবা পাতা ব্যবহারের মধ্য দিয়ে আমাদের মাথার চুল পড়া কমে যায়।
- সাথে সাথে চুলের যে ছেড়া ভাব সেটা দূর হয়ে যায়।
- চুলের যত্নে জবা পাতা নিয়মিত ইয়বহার করলে চুল অনেক লম্বা হতে শুরু করে।
চুল পড়া রোধ করতে জবা পাতার হেয়ারপ্যাকঃ
এটি ব্যবহার করতে প্রথমে যে উপকরণ গুলো আপনাকে নিতে হবে……………
- ৪ -৫ টি জবা পাতা।
- ২ টেবিল চামচ মেথি।
- ২ টেবিল চামচ মেহেদি পাতার রস।
ব্যবহার পদ্ধতিঃ
- প্রথমে পানি দিয়ে চুল একটু ভেজা ভেজা করতে হবে
- জবা পাতা, মেহেদী পাতার রস ও মেথি একসাথে মিশিয়ে মাথায় লাগাতে হবে।
- মাথার তালুতে খুব ভালোমতো লাগাতে হবে যাতে প্রত্যেকটি চুলের গোড়ায় এই মিশ্রণটি গিয়ে পৌঁছে। ২০-২৫ মিনিট বাদে গোসলের সময় শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
- নিয়মিত ব্যবহারে খুব মজবুত ও লম্বা চুল পাবেন। এবং ১ সপ্তাহের মধ্যে চুল পড়া কমে যাবে।
মাথার খুশকি দূর করতে জবা পাতার হেয়ারপ্যাকঃ
- এই প্যাকটি ব্যবহারে আমাদের মাথা থেকে খুশকি দূর হবে। সাথে সাথে চুলের গোড়ায় ময়লা জমে ছিল তা দূর হয়ে যাবে।
- আর পাশাপাশি বিভিন্ন অ্যালার্জি জনিত সমস্যা যদি থেকে থাকে তাও দূর হয়ে যাবে।
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ জবা পাতার রস।
- ১ চা চামচ ক্যাস্টর অয়েল।
- ২ চা চামচ চা পাতার লিকার।
- ২ চা চামচ লেবুর রস।
ব্যবহার প্রণালিঃ
- উপকরণ গুলো একসাথে করে মাথায় ব্যবহারের মধ্য দিয়ে মাথা থেকে সব ধরনের খুশকি দূর হয়ে যাবে।
- সাথে সাথে বিভিন্ন এলার্জি যুক্ত কোন সমস্যা থাকলে তাও দূর হবে।
চুলকে সিল্কি করতে জবা পাতার হেয়ারপ্যাকঃ
- এই প্যাকটি খুবই সহজ এবং অনেক বেশী কার্যকর। এটি আমাদের চুলকে সিল্কি করার জন্য, চুল থেকে বিভিন্ন ময়লা দূর করে চুলকে প্রাকৃতিক ভাবে সিল্কি ও ঝরঝরে করবে।
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ জবা পাতার রস।
- ২ টেবিল চামচ মুলতানি মাটি।
- ২ চা চামচ মেহেদি পাতার পেস্ট।
ব্যবহার করবেন যেভাবেঃ
- উপকরণ তিনটি একসাথে মিশিয়ে ফেলতে হবে।
- তারপর সেটা মাথায় দিতে হবে।
- মাথার তালুতে ভালোমতো দিয়ে ২০ মিনিট অপেক্ষার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
এরপর খুব ঝরঝরে ও উজ্জ্বল চুল আপনি নিজে দেখতে পাবেন।
চুলে পুষ্টি যোগাতে জবা পাতার হেয়ারপ্যাকঃ
- এই প্যাক টি চুল ঘন করতে ও পুষ্টি জোগাতে সাথে সাথে চুলের রং পরিবর্তনে সাহায্য করে। অর্থাৎ চুলকে অনেক বেশি কালো করে ফেলে।
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে….
- ২ টেবিল চামচ জবা পাতার পেস্ট।
- ২ টেবিল চামচ আমলকির রস।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
- জবা পাতা ভালো মতন করে ব্লান্ডার করে ফেলবেন সাথে অবশ্যই আমলকির রস দিয়ে দিতে হবে।
এরপর ভালো মতো করে মাথায় লাগাতে হবে। এই প্যাকগুলো নিয়মিত ব্যবহারে আপনার চুল অনেক বেশি মজবুত হবে।
জবা পাতার এই প্যাকগুলো মাথায় যদি আপনি লাগান আপনার নতুন চুল গজাবার সম্ভাবনা ৯০ শতাংশ। আজ আপনাদের সাথে জবা পাতার এ হেয়ারপ্যাক গুলো শেয়ার করলাম এগুলো কিন্তু চুলের যত্নে দারুন কাজ করে। বন্ধুরা, তাই চুলের যত্নে আর চিন্তিত না হয়ে উপরের দেওয়া প্যাকগুলো ব্যবহার করুন আর চুলের সম্পূর্ণ যত্ন নিন।