Breaking News

বয়সের ছাপ দূর করে হলুদের ফেইসমাস্ক

বয়সের ছাপ দূর করে হলুদের ফেইসমাস্ক আমাদের ত্বকের যত্নে কাঁচা হলুদ কতটা দরকারি তা আমরা সবাই জানি। বন্ধুরা আজ যে বিষয়ে কথা বলব তা হল আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে উজ্জ্বল করার সাথে সাথে লাবণ্যময় করে তুলতে কাঁচা হলুদের উপকারিতা সম্পর্কে জানব।

 

 

 ত্বক ফর্সা করার উপায়

কাঁচা হলুদ ব্যবহারের মধ্য দিয়ে কিভাবে বয়সের ছাপ দূর করা যায়, চামড়া কুঁচকানো ভাব দূর করা যায়, বলিরেখা পড়লে তা কিভাবে দূর করা যায়, তার সম্পর্কে বিস্তারিত আজ আপনাদের সাথে আলোচনা করবো।

ত্বকের যত্নে হলুদের কার্যকারিতাঃ

ত্বককে ইয়াং রাখতে হলুদের ফেইসমাস্ক

  • হলুদ প্রকৃতি থেকে পাওয়া যায়। বিভিন্নভাবে হলুদের চাষ করা হয়। আমরা প্রসাধনী হিসাবে অবশ্যই কাঁচা হলুদ ব্যবহার করব। আজকে আপনাদের সাথে হলুদের যে প্যাক নিয়ে আলোচনা করব তাদের প্রধান উপাদান হিসেবে হলুদ।
  • হলুদের পাশাপাশি আরও কিছু উপকরণ এর মিশ্রণে থাকবে। কারণ সরাসরি হলুদ ত্বকে ব্যবহার করা গেলেও অনেক ত্বক সেনসিটিভ অথবা ব্রণের উপদ্রব হবার কারণে সরাসরি হলুদ সহ্য করতে পারে না।

বিভিন্ন ধরনের সাইডএফেক্ট দেখা দেয় তাই হলুদের সম্পূর্ণ গুনাগুন শরীরকে দেওয়ার জন্য আমরা হলুদের সাথে বিভিন্ন ধরনের উপকরণ যাতে করে কোনো সাইডএফেক্ট না ঘটিয়ে ফলাফল পাওয়া যায় সেভাবে ব্যবহার করব।

কিভাবে কাঁচা হলুদ দিয়ে বয়সের ছাপ দূর করা যায়ঃ

বন্ধুরা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বলিরেখা দেখা যায়, তার বেশিরভাগ চোখের নিচে ও ঠোঁটের নিচে। সাথে সাথে আমাদের অন্যান্য অংশেও এই ধরনের বলিরেখা দেখা যায়। এ সব আমাদেরকে বয়স্ক হওয়ার বিষয়টি ইঙ্গিত করে দেয়। হলুদের এই প্যাকটি আমাদের এই সমস্যা থেকে দূরে রাখে।

বয়সের ছাপ দূর করতে হলুদের ফেইসমাস্কঃ

  • এই প্যাক টি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে…………হলুদের ফেইসমাস্ক
  • মুখের কালো দাগ দূর করার উপায়
  • ২ চা চামচ কাঁচা হলুদ বাটা।
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ২ চা চামচ দুধ ও

ত্বক ফর্সা করার উপায়

  • ২ চা চামচ মধু।

যেভাবে ব্যবহার তৈরি করবেনঃ

  • সব উপকরণ একসাথে করে এটি তৈরি করা হয় এবং এটি দিনে অন্ততপক্ষে একবার ব্যবহার করতে হবে।
  • পুরো শরীরে ব্যবহার যেহেতু আমরা এই প্যাকটি করব তাই গোসলের আগে করাই সবচেয়ে ভালো। গোসলের আগে এটি ত্বকে মেখে নিয়ে ২০ মিনিট সময় দিবো।ত্বক ফর্সা করার উপায়
  • তারপরে গোসলের সময় একসাথে ধুয়ে ফেলবো।

ত্বকের চামড়া কুঁচকানো ভাব দূর করতে হলুদের প্যাকঃ

এই প্যাকটি ব্যবহার করলে আপনাদের বয়সের কারণে যে ধরনের চামড়া কুঁচকানো একটি ভাব থাকে সাথে সাথে বিভিন্ন ধরনের মেছতার দাগ তা অনেকাংশে দূর হয়ে যায়।দাগ ও বয়সের ছাপ দূর করতে এলোভেরা জেলের ব্যবহার

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………

  • ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা।
  • ১ চা টক দই।ত্বক ফর্সা করতে হলুদের ফেইসমাস্ক
  • ১ চা চামচ কফি পাউডার।
  • ১ চা চামচ গোলাপজল।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • সবগুলো উপকরণ একসাথে করে এই প্যাকটি তৈরি করে ফেলতে হবে।
  • তারপর পুরো মিশ্রণ ত্বকে লাগাতে হবে। গোসলের আগে লাগানো সবচেয়ে ভালো সময়।
  • এটি লাগানোর পর ২০ মিনিট সময় ধরে অপেক্ষা করব। তারপর গোসলের সময় একসাথে ধুয়ে ফেলবো।
  • গোসল থেকে আসার পর ভালো করে পরিস্কার করার পর ভালো মানের একটি ময়েশ্চারাইজ ক্রিম ত্বকে লাগিয়ে নিব।হলুদের ফেসপ্যাক

উপরোক্ত হলুদের যে প্যাক গুলো এখন আপনাদের সাথে আলোচনা করলাম এই প্যাকগুলো যথাযথভাবে ও নিয়মিতভাবে ব্যবহারের মধ্য দিয়ে আপনাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে অনেক বেশি সুন্দর ও সাথে সাথে লাবণ্য ফুটিয়ে তুলতে পারেন।ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এলোভেরা

ধন্যবাদ।