ত্বক ফর্সা করতে এবং ত্বকের গ্লো বাড়াতে কফি দিয়ে ফেসিয়াল টি করবেন

আমরা সবাই জানি সুস্বাদু পানীয় হিসেবে কফি অত্যন্ত পরিচিত এবং প্রিয় একটি খাবার। কিন্তু খাবারের পাশাপাশি রূপচর্চায় যদি কফির উপকারিতা সমূহ বলি তাহলে অনেকেই অবাক হবেন বন্ধুরা। অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা কফিতে রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী। বর্তমানে ত্বকের যত্নে  বিভিন্ন ধরনের ফেসিয়াল নারী-পুরুষ সবাই করে থাকেন। নিজেদের ত্বকের যত্নে তেমনই একটি অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ফেসিয়াল হচ্ছে কফির ফেসিয়াল। কফি তোকে অতিমাত্রায় উজ্জ্বল এবং ফর্সা করে তোলে সেইসাথে ত্বকের গ্লো বাড়িয়ে দিয়ে ত্বককে করে তোলে আকর্ষণীয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সুযোগ এবং সময়ের অভাবে পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারেন না। তাদের জন্যই আমাদের এই আলোচনা । ঘরে বসে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে কফির ফেসিয়াল করে নিজেদের ত্বক কে অতি মাত্রায় উজ্জ্বল এবং ফর্সা করে তুলবেন এবং ত্বকের গ্লো অনেকাংশে বাড়িয়ে তুলবেন তার বিস্তারিত পদ্ধতি নিয়ে আমাদের এই আলোচনা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ত্বক ফর্সা করতে এবং ত্বকের গ্লো বাড়াতে কফির ফেসিয়াল কিভাবে করবেন তার বিস্তারিত পদ্ধতি।কফি দিয়ে ত্বক ফর্সা

ত্বক ফর্সা করতে এবং ত্বকের গ্লো বাড়াতে কফি দিয়ে ফেসিয়াল টি করবেন
ত্বক ফর্সা করতে এবং ত্বকের গ্লো বাড়াতে কফি দিয়ে ফেসিয়াল টি করবেন

 

ত্বক অতিমাত্রায় ফর্সা করতে ঘরে বসে কফির ফেসিয়াল করার পদ্ধতিঃ

 

 ক্লিনজিংঃ

ত্বকের গ্লো বাড়িয়ে ত্বককে ফর্সা করতে কফি ফেসিয়াল এর প্রথম পদক্ষেপ হচ্ছে ক্লিনজিং।

ত্বক কে ক্লিন করার জন্য আপনি চাইলে আপনার পছন্দমত ক্লিনজার ব্যবহার করতে পারেন।

লেবু স্লাইস করে কেটে তার উপরে  আধা চা চামচ মধু দিয়ে ভালোভাবে ঘষে নিয়ে ত্বক পরিষ্কার তথা ক্লিন করতে পারবেন।

1 চা চামচ কফি সাথে এক চামচ এলোভেরা জেল মুখে দিয়ে ভালোভাবে স্ক্রাব করে ত্বক ক্লিন করতে পারবেন।

ক্লিনজিং পদক্ষেপের ফলে আমাদের ত্বকে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়।

 

  স্ক্রাবিংঃ

কফি ফেসিয়াল এর দ্বিতীয় ধাপ হচ্ছে স্ক্রাবিং বা মাসাজিং।

একটি পরিষ্কার পাত্রে প্রথমে 1 চা-চামচ কফি পাউডার, 1 চা চামচ চিনি, এবং ১ চা চামচ অপরিশোধিত নারিকেল তেল অথবা অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন।

আপনার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে তেল ব্যবহার করবেন না।

এবার সম্পূর্ণ মিশ্রণটি আপনার মুখে ভালভাবে লাগিয়ে নিন।

স্ক্রাবার অথবা হাতের সাহায্যে মিশ্রণটি সম্পূর্ণ মুখে ভালোভাবে ঘষে ঘষে মাসাজ করে নিন।

এভাবে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করার পর ঠাণ্ডা জলে মুখ  ধুয়ে নিন।

কফি দিয়ে ত্বক ফর্সা

  স্টিমিংঃকফি দিয়ে ত্বক ফর্সা

কফি ফেসিয়াল এর তৃতীয় ধাপ হচ্ছে স্টিমিং অথবা ত্বকে পানির ভাপ নেয়া।

একটি চঁওড়া পাত্রে ফুটন্ত গরম পানি নিন।

এরপর মাথার ওপর তোয়ালে ঘুরিয়ে পাত্রটির উপর ঝুঁকে পড়োন।

যেন পাত্র থেকে ওঠা পানির ভাপ সরাসরি আপনার মুখে লাগে।

এভাবে 5 থেকে 7 মিনিট আপনার ত্বকে পানির ভাপ লাগিয়ে নিন।

ময়েশ্চারাইজিংঃ

ত্বক কে উজ্জ্বল এবং ফর্সা করতে ত্বকের গ্লো বাড়াতে কফি ফেসিয়াল এর চতুর্থ ধাপ হচ্ছে ময়েশ্চারাইজিং।

স্টিমিং এর পর আপনার ত্বক অতিরিক্ত সেনসেটিভ এবং সংবেদনশীল হয়ে উঠে আপনার ত্বকের কোষগুলো প্রসারিত হয়ে ওঠে।

তাই আপনার ত্বকে স্বল্পমাত্রায় ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

আপনি চাইলে আপনার পছন্দমত ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন।

মধু প্রাকৃতিক ভাবে ময়েশ্চারাইজার হিসেবে অত্যন্ত উপকারী।

এছাড়া অ্যালোভেরার জেল ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন।

 

  কফির ফেস মাস্ক এপ্লাইঃ

কফি ফেসিয়াল এর চূড়ান্ত এবং সর্বশেষ ধাপ হচ্ছে কফির ফেসিয়াল ত্বকে এপ্লাই করা।

নির্দিষ্ট কিছু উপাদান এর সাহায্যে প্রথমে কফির ফেস মাস্ক টি তৈরি করে নিন।

উপকরণসমূহঃ

2 চা চামচ কফি।

1 চা চামচ টক দই।

1 চা চামচ বেসন।

2 চা চামচ  গোলাপজল।

তিন থেকে চার ফোঁটা লেবুর রস।

সমস্ত উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে উপকরণসমূহ ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন কফির অত্যন্ত কার্যকরী একটি ফেস মাস্ক।

এবার তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে মিশ্রণটি ভালোভাবে স্ক্রাব করে মুখে লাগিয়ে নিন।

সমস্ত মিশ্রণটি সম্পূর্ণ মুখে আলতো ভাবে 10 মিনিট ম্যাসাজ করুন।

40 থেকে 50 মিনিট ওভাবে শুয়ে থাকোন।

স্লাইস করে দুটি শসার টুকরো কেটে নিয়ে চোখের উপর দিয়ে দিতে পারেন।

অথবা গোলাপজলে তুলো ভিজিয়ে চোখের উপর রেখে দিন।

প্রায় 50 মিনিট পর একটি পাত্রে কুসুম গরম জল নিয়ে তাতে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মুখের উপর থেকে মিশ্রণটি তুলে নিন।

তারপর ঠাণ্ডা পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন।

 

এরপর আপনার ত্বকের যত্নে উপযোগী ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন।

 

  বিশেষ দ্রষ্টব্যঃ

কপি অথবা কফি ফেসিয়াল এ ব্যবহৃত কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে সেটির ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

কফি ফেসিয়াল মুখে লাগিয়ে অথবা ফেসিয়ালের পর  ধুলাবালি যুক্ত স্থানে এবং গরম স্থানে যাবেন না।

ফেসিয়ালের পর অন্তত 24 ঘন্টা কোন ধরনের মেকআপ নিবেন না।

ফেসিয়ালের পর আপনার ত্বক অনেক বেশি সেনসিটিভ এবং সংবেদনশীল হয়ে উঠে তাই তাকে হাত দেয়ার সময় হাত পরিষ্কার করে নেবেন।

ত্বক খোঁচাবেন না।

ফেসিয়ালের পর সাবান এবং কেমিক্যাল যুক্ত ফেসওয়াশ ব্যবহার থেকে বিরত থাকুন।

 

কফিতে রয়েছে অতিমাত্রায় এন্টি অক্সিডেন্ট উপাদান যা আমাদের ত্বককে অত্যন্ত গ্লোয়িং করতে সাহায্য করে। আমাদের ত্বককে করে তোলে অতিমাত্রায় অভাবনীয় ফর্সা, উজ্জ্বল, আকর্ষণীয়, কোমল এবং মসৃণ। তাই ঘরে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ত্বকের গ্লো বাড়াতে চাইলে এবং ত্বককে অতিমাত্রায় ফর্সা ও উজ্জ্বল করতে চাইলে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে কফি ফেসিয়াল আজকেই করে নিন।

 ধন্যবাদ