গলার কালো দাগ : প্রিয় পাঠক, অনেকের ঘাড়ের কালো সমস্যার ভোগে থাকেন। ঘাড়ে কালো দাগের জন্য অনেকেই বিব্রতবোধ অবস্থায় পড়েন। নারী পুরুষ এই একই সমস্যার পড়ে থাকেন। ঘাড়ের অতিরিক্ত কালো দাগ থাকায় অনেক সময় অনেক জায়গার অস্বস্তিতে পড়তে হয়। গড়া ও ঘাড় আমাদের শরীরের একটি খোলা অংশ। প্রায় সব সময়ই গলা ও ঘাড় খোলা অবস্থায় থাকে। মুখের রঙের উজ্জ্বলতাকেও স্নান করে দেয় গলা ও ঘাড়ের কালচে দাগ। চেহারার সৌন্দর্যকেই নষ্ট করে দেয় এস দাগের কারণে।
আমরা মুখকে সুন্দর রাখতে অনেক কিছু করি কিন্তু গলা ও ঘাড়ের যত্ন তেমন নেওয়া হয় না। দীর্ঘ দিন ঘাড় ও গলার ত্বকের যত্ন না নেওয়ার রোদে পুড়ে কিংবা অযত্ন অবহেলার কারণে আমাদের ঘাড়ে ও গলার নিচে ময়লা জমে আস্তে আস্তে স্পষ্ট বা কালচে দাগ দেখা যায়। এই কালো দাগ দূর করতে বাজারে পাওয়া নিন্মমানের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহারের ফলে ত্বকের মারাত্বক রকমের সমস্যা দেখা দিতে পারে। তাই এমন অবস্থায় ঘরোয়া কিছু উপায় অবল্বণ করে সহজেই ঘাড় ও গলার নিচের কালো দাগ দূর করার উপায়বলি।
ঘাড়ে ও গলার নিচে কালো দুর করুন ঘরোয়া উপায়ে
১/ একটি পরিষ্কার পাত্রে ১ চামচের বেশি বেকিং সোডা নিতে হবে। এরপর বাজারে পাওয়া দাত পরিষ্কার করার টুথপেস্ট তথা সাদা কুলগেট এক চামচের বেশি নিতে হবে,তার সাথে অ্যালোভেরা জেল নিতে হবে, অলিভ অয়েল বা নারকেল তেল এটির সাথে যোগ করতে হবে। সর্বশেষে এটিতে লেবুর রস মিশিয়ে নিতে হবে। এতপর সবগুলো উপাদান ভালো ভাবে মিক্স করে মিশ্রণ তৈরি করতে হবে।এভাবেই তৈরি হয়ে যাবে ঘাড় ও গলার নিচের কালো দাগ দূর করার ঘরোয়া পেষ্ট। এটি ঘাড়ে ও গলার ত্বকে ব্যবহারে জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। অবশ্যই এটি মুখে ব্যবহার করবেন না। এটি একবার ব্যবহারের বুঝতে পারবেন এটি ঘাড়ের কালো দাগ তুলতে কতটা কার্যকারি। কারণ এটিতে ব্যবহার করা লেবু রস ও বেকিং সোড়া ত্বকের জন্য খুবই উপকারি।
এতপর তৈরিকৃত মিশ্রণটি একটি ব্লাশ দিয়ে কালচে ভাব হওয়া গলা ও ঘাড়ে ভাবে ভাবে দিতে হবে। মিশ্রণটি গলা ও ঘাড়ে দিয়ে ১৫ মিনিট পর রেখে দিতে হবে। তারপর হাতে পানি ভরিয়ে আস্তে আস্তে মিশ্রণটি তুলতে হবে। গলা ও ঘাড়ের দাগ পুরোপুরি দূর করতে সপ্তাহে ২/৩ বার একই নিয়মে মিশ্রণ তেরি করে ব্যবহার করতে হবে।
২/হলুদ ও মধু মিশ্রণঃ-
ঘাড়ে ও গলার নিচে কালচে দাগ দূর করতে হলুদের ব্যবহার অনেক আগের থেকেই আসছে। এই কালো দাগ দূর করতে হলুদের গুঁড়ার সাথে এক চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে ফেলুন। এটি ভালো করে গলা ঘাড়ে লাগিয়ে নিন। তারপর শুকিয়ে গেলে ঘশে ঘশে পানি দিয়ে তুলে ফেলুন।এই মিশ্রণটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। দেখবেন ১ সপ্তাহে গাড় ও গলার নিচে কালচে দাগ দূর হতে শুরু করবে।
৩/ লেবুর রস ও বেসন মিশ্রণঃ
লেবুর রস ও বেসন মিশ্রণ ঘাড় ও গলার নিচের কালো দাগ দযুর করে থাকে। লেবুর রসের সাথে ১ চামচ বেসন মিশিয়ে এই পেষ্ট তৈরি করতে পারেন। এই মিশ্রণটি ঘাড়ে ও গলার নিচে ভালোভাবে লাগান। এটি ১০/১৫ মিনিট রেখে দিন। এটি শুকিয়ে গেলে হাতে সামান্য পানি নিয়ে আস্তে আস্তে এটি তুলে ফেলুন।
৪/অ্যালোভেরা জেল ঘাড়ের কালো দাগ দূর করুনঃ
– অ্যালোভেরা ত্বকের জন্য খুবই উপকারী। এটিতে থাকা খানিজ ও ভিটামিন উপাদান গুলো ত্বকের মেলানিন কমিয়ে এনে কালচে দাগ অনেক অংশে কমিয়ে আনে।এটি করার জন্য অ্যালোভেরা পাতা হতে জেল বের করে নিয়ে ঘাড় ও গলার নিচে ভালোভাবে মালিশ করে লাগিয়ে নিন। এটি শুকিয়ে গেলে ৩০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুঁয়ে ফেলুন। এতে করে অংশেই এসব দাগ দূর হয়ে যাবে।
পাঠক, ঘাড় ও গলার নিচের কালো দাগ দূর করতে আরও কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন।আপেল সিডার ভিনেগার,