Breaking News

ত্বকের দাগ দূর করতে টমেটোর কার্যকরী কিছু ফেসপ্যাক

টমেটোর-ফেসপ্যাক

আমাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগ যেমন বলিরেখা, পোড়া দাগ, ব্রণের দাগ, ছোপ ছোপ কাল দাগ আমাদের স্বাভাবিক সৌন্দর্যকে নষ্ট করে দিয়ে বিকৃত করে দেয়।মুখের দাগ দূর করার উপায়

এসব দাগকে সম্পূর্ণরূপে দূর করে দেয়ার জন্য অত্যন্ত কার্যকরী এবং বিভিন্ন গুণাবলী সমৃদ্ধ একটি প্রাকৃতিক উপাদান হচ্ছে টমেটো।

টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা আমাদের ত্বককে গভীর থেকে পরিষ্কার করে ত্বকের দাগ সমূহ দূর করে ত্বককে সুস্থ, সুন্দর, উজ্জ্বল এবং মসৃণ করে তোলে খুব দ্রুত সময়ে।

মুখের দাগ দূর করার উপায়

তবে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা টমেটো এবং টমেটোর ফেসপ্যাক ব্যবহারের পদ্ধতি সম্পর্কে মোটেও জানেন।

সুপ্রিয় বন্ধুরা, তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি ত্বক থেকে সম্পূর্ণ দাগ দূর করতে টমেটোর অত্যন্ত কার্যকরী ২টি ফেইসপ্যাক এবং তার ব্যবহার পদ্ধতি ।

টমেটোর-ফেসপ্যাকতাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক দ্রুত সময়ে ত্বক থেকে দাগ দূর করতে টমেটো অত্যন্ত কার্যকরী  ফেসপ্যাক গুলো কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে।

দ্রুত সময়ে ত্বকের দাগ দূর করতে টমেটোর অত্যন্ত কার্যকরী  ফেসপ্যাক সমূহঃ

  টমেটো এবং মধুর ফেসপ্যাকঃ

প্রয়োজনীয় উপাদানঃ

  • ২ টেবিল চামচ পাকা টমেটোর রস
  • ১ চা-চামচ মধু
  • ১টেবিল চামচ চালের গুড়া

তৈরি ও ব্যবহারঃ

  • ২ টেবিল চামচ পাকা টমেটোর রসের সঙ্গে এক চা-চামচ মধু ও ১টেবিল চামচ চালের গুড়া ভালোভাবে মিশিয়ে টমেটোর ফেসপ্যাক তৈরি করে নিন।
  • তুলা কিংবা ব্রাশের সাহায্যে ভালোভাবে স্ক্রাব করে সম্পূর্ণ মুখে মিশ্রণটি লাগিয়ে নিন।
  • দুই থেকে তিন মিনিট মুখে ভালভাবে মাসাজ করুন।
টমেটোর-ফেসপ্যাক
টমেটোর-ফেসপ্যাক
  • ১৫ থেকে ২০ মিনিট পর সম্পূর্ণভাবে মিশ্রণটি শুকিয়ে গেলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

ত্বকের কালচে দাগ দূর করার সাথে সাথে অন্যান্য উপকারিতাঃ

১। ব্রণের দাগ দূর হবে।

২। মধু ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করে ত্বককে সুস্থ রাখবে।

৩। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখবে।

টমেটোর-ফেসপ্যাক

বিঃদ্রঃ

অতিরিক্ত শুষ্ক ত্বকে টমেটোর ফেসপ্যাক ব্যবহারের পর ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।

 টমেটো এবং অ্যালোভেরা ফেসপ্যাকঃ

প্রয়োজনীয় উপাদানঃ

  • ২ চামচ পাকা টমেটোর রস
  • ২ চামচ অ্যালোভেরা জেল
  • তিন ফোঁটা লেবুর রস

তৈরি ও ব্যবহারঃ

  • ২ চামচ পাকা টমেটোর রস এবং২ চামচ চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে দুই থেকে তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।
  • তাতেই তৈরি হয়ে যাবে দ্রুত সময়ে দাগ দূর করতে টমেটোর অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক।
  • প্রথমে পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।

টমেটোর-ফেসপ্যাক

  • এরপর ফেসপ্যাকটি সম্পূর্ণ মুখে ভালভাবে লাগিয়ে নিন।
  • এরপর ১৫ থেকে ২০ মিনিট টমেটোর ফেসপ্যাকটি সম্পূর্ণভাবে শুকানোর সময় দিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

ত্বকের কালচে দাগ দূর করার সাথে সাথে ফেসপ্যাকটির অন্যান্য উপকারিতাঃ

১। সানবার্ন এবং বলিরেখা সম্পূর্ণরূপে দূর করবে।

২। কালো ছোপ ছোপ দাগ ব্রণের দাগ দূর করবে।

৩। ব্ল্যাকহেডস দূর করবে।

টমেটোর-ফেসপ্যাক

৪।ত্বকের কোষের শক্তি যোগাবে এবং মৃত কোষ সমূহ দূর করবে।

৫। অ্যালোভেরার এন্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করে ত্বককে সুস্থ এবং সতেজ রাখবে।

৬। ত্বককে স্থায়ীভাবে উজ্জ্বল ফর্সা এবং আকর্ষণীয় করে তুলবে।

দাগহীন, সুন্দর, কোমল এবং উজ্জ্বল ত্বক সকলেরই প্রত্যাশিত। তাই দ্রুত সময়ে ত্বকের সমস্ত দাগ দূর করতে এবং ত্বককে স্থায়ীভাবে উজ্জ্বল এবং ফর্সা করতে সঠিক পন্থা অনুসরণ করে টমেটোর ফেসপ্যাক সমূহ ব্যবহার করুন।