পানীয় হিসেবে কফি অত্যন্ত সুস্বাদু একটি পানীয়। আমাদের মধ্যে এমন খুব কম লোকই আছেন যারা কফি খেতে অপছন্দ করেন। তবে রূপচর্চায় যদি কফির কথা বলি তাহলে হয়তো অনেকের কাছেই তা অবিশ্বাস্য মনে হবে । কিন্তু বন্ধুরা অবিশ্বাস্য হলেও খাবার কফি আমাদের ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী একটি উপাদান । সঠিক উপায়ে খাবার কফি আমাদের ত্বকে ব্যবহার করতে জানলে মাত্র এক দিনেই ত্বক উজ্জ্বল এবং ফর্সা করা যায়। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে স্থায়ীভাবে উজ্জ্বল এবং ফর্সা। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ত্বক রুক্ষ, শুষ্ক, বিবর্ণ এবং মলিন। অনেকেই নিজেদের ত্বককে গভীর থেকে উজ্জ্বল এবং ফর্সা করার উপায় খুঁজে বেড়াচ্ছেন। তাহলে আর অপেক্ষা নয় বন্ধুরা এই আলোচনাটি সাজিয়েছি খাবার কফি ব্যবহারের সাহায্যে কিভাবে মাত্র একদিনে আপনার ত্বক ফর্সা এবং উজ্জ্বল করে তুলবেন তার কার্যকরী কিছু উপায় নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক খাবার কফি দিয়ে মাত্র 1 দিনে ত্বক ফর্সা ও উজ্জ্বল করার উপায়।
খাবার কফি দিয়ে মাত্র 1 দিনে ত্বক ফর্সা ও উজ্জ্বল করার উপায় সমূহঃ
খাবার কফি ব্যবহার করে মাত্র 1 দিনে ত্বক ফর্সা ও উজ্জ্বল এবং আকর্ষনীয় করার জন্য আপনাকে কিছু নির্ধারিত স্টেপ অনুসরণ করতে হবে। এবং ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী কফির ফেসপ্যাক তৈরি করতে হবে।
কফির ফেস প্যাকঃ
প্রয়োজনীয় উপকরন সমুহঃ
স্ক্রাবার অথবা মুখের ব্রাশ।
2 থেকে 3 চা চামচ খাবার কফি।
লেবু অথবা লাল পাকা টমেটো।
কাঁচা তরল দুধ আধা কাপ।
মধু 2 টেবিল চামচ।
2 চা চামচ চালের গুঁড়া।
কপি ফেসপ্যাক এর প্রথম ধাপঃ
ত্বক পরিষ্কারঃ
কফির ফেসপ্যাক তকে আপনাদের পূর্বে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমাদের ত্বকে চোখে দেখা যায় না এমন ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণু থাকে। তাই কফির ফেসপ্যাক এপ্লাই করার পূর্বে ত্বক ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।
একটি লেবু স্লাইস করে কেটে নিয়ে মুখের উপর ঘষে ঘষে ত্বক পরিষ্কার করে নিতে পারবেন।
অথবা, 1 চা চামচ কফি পাউডারের সাথে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে ভালোভাবে স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে নিন।
এরপর কাঁচা তরল দুধ দিয়ে মুখ ধুয়ে নিন।
বিঃদ্রঃ
যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক বা অতিরিক্ত সেনসেটিভ তারা ত্বকে লেবুর রস ব্যবহারের পরিবর্তে অর্ধেক পাকা টমেটো ব্যবহার করবেন।
দ্বিতীয় এবং চূড়ান্ত ধাপঃ
মাত্র একবার ব্যবহারে আপনার ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে কফি ফেসিয়াল এর দ্বিতীয় ধাপটি হচ্ছে ত্বকে ফেসপ্যাক এর ব্যবহার।
প্রথমে ফেসপ্যাকটি তৈরি করে নিন।
একটি পরিষ্কার পাত্রে 2 চামচ কফি পাউডার।
1 চা চামচ অপরিশোধিত মধু।
1 চা চামচ চালের গুঁড়া।
এবং পরিমাণমতো কাঁচা তরল দুধ দিয়ে কফির একটি ঘন মিশ্রণ তৈরী করে নিন।
তাহলেই তৈরি হয়ে যাবে কফির অত্যন্ত কার্যকরী ফেসপ্যাকটি।
ব্যাবহার পদ্ধতিঃ
পরিষ্কার ত্বকে ফেসপ্যাকটি তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে আলতোভাবে স্ক্রাব করে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিট ভালভাবে মাসাজ করুন।
15 থেকে 20 মিনিট মিশ্রণটি আপনার মুখে ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য সময় দিন।
সবশেষে ঠাণ্ডা পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন।
এবং ত্বক ময়েশ্চারাইজ করে নিন।
কফি ফেসপ্যাকঃ
মাত্র একবার ব্যবহারে ত্বকে দ্রুত সময়ে উজ্জ্বল ও ফর্সা করতে কফির এই ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকরী।
উপকরণসমূহঃ
কফি পাউডার 2 টেবিল চামচ।
চন্দন পাউডার 2 চা চামচ।
গোলাপজল ১ কাপ।
কাঁচা হলুদের গুঁড়া 1 চা চামচ।
অ্যালোভেরার জেল 2 টেবিল চামচ।
লেবু অথবা পাকা টমেটো অর্ধেক।
মধু ২চা চামচ।
কাচা তরল দুধ 1 কাপ।
কফি ফেসপ্যাক এর প্রথম ধাপঃ
ত্বক ম্যাসাজ করাঃ
ত্বকে কফি ফেসিয়াল এপ্লাই করার পূর্বে ভালভাবে মাসাজ করে নিতে হবে। যেন ত্বক ভালোভাবে পরিষ্কার হয় এবং কিছুটা সংবেদনশীল হয়।
প্রথমে একটি লেবু স্লাইস করে কেটে নিন। তাতে অল্প মধু লাগিয়ে আপনার ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালভাবে মাসাজ করুন।
এবার মুখ ধুয়ে নিন।
এবার 1 চা চামচ কফি পাউডার এর সাথে সামান্য পরিমাণ তরল দুধ মিশিয়ে ভালোভাবে ত্বকে ম্যাসাজ করুন।
এভাবে তিন থেকে পাঁচ মিনিট ভালোভাবে ম্যাসাজ করার পর গোলাপজল অথবা তরল দুধ দিয়ে মুখ ধুয়ে নিন।
কফি ফেসপ্যাক এর দ্বিতীয় ধাপঃ
কফির ফেসপ্যাক এপ্লাইঃ
প্রথমে ত্বক ফর্সা এবং উজ্জল করতে জন্য অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক তৈরি করে নিন।
একটি পরিষ্কার পাত্রে 2 চামচ কফি পাউডার।
1 চা-চামচ অ্যালোভেরা জেল।
2 চা চামচ চন্দন পাউডার।
আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।
এবং পরিমাণমতো কাঁচা তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে কফির একটি ঘন মিশ্রণ তৈরী করে নিন।
তুলা অথবা নরম ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটি আপনার ত্বকে ভালভাবে লাগিয়ে নিন।
সাত থেকে দশ মিনিট আলতোভাবে স্ক্রাব করুন।
মিশ্রণটি শুকিয়ে যাওয়ার জন্য 25 থেকে 30 মিনিট অপেক্ষা করুন।
সবশেষে গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
কফির ফেসপ্যাক গুলোর উপকারিতাঃ
মাত্র 1 দিনে আপনার ত্বককে গভীর থেকে উজ্জ্বল এবং ফর্সা করে তুলবে।
ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করে ত্বকের কোষে শক্তি যোগাবে।
ত্বকের বিভিন্ন ধরনের দাগ বলিরেখা বুড়িয়ে যাওয়া ভাব দূর করবে।
ত্বকের মৃত কোষ সমূহ দূর করবে।
ত্বক কে আকর্ষণীয় কোমর এবং মসৃণ করে তুলবে।
বিঃদ্রঃ
কফি পাউডার অথবা কফি ফেসপ্যাক এর কোন উপাদান আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
কফির ফেসপ্যাক করার পর আপনার ত্বক অবশ্যই ময়েশ্চারাইজ করে নিবেন।
কফির ফেসপ্যাক লাগিয়ে রোধে, গরম স্থানে, এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
ফেসপ্যাক যেন চোখে না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন।
স্থায়ীভাবে ত্বক উজ্জ্বল এবং ফর্সা করার জন্য সপ্তাহে অন্তত দুবার কফির ফেসপ্যাক ব্যবহার করুন।
কফিতে রয়েছে আমাদের ত্বকের জন্যে এমন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা ব্যবহারে মাত্র একদিনে আমাদের ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠবে। যে কেউ ঘরে বসে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে কফির ফেসপ্যাক ব্যবহারের মাধ্যমে নিজেদের ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে পারবেন। নিজেদের ত্বকের যত্ন নিন।
ধন্যবাদ