এলোভেরার নাইট ক্রিম দাগমুক্ত সুন্দর ফর্সা উজ্জ্বল এবং আকর্ষণীয় ত্বক সকলেরই প্রত্যাশিত। নিজেদের দাগহীন ত্বকের জন্য আমরা কত কিছুই না করে থাকি। ত্বক কে দাগহীন সুস্থ ও উজ্জ্বল রাখতে নাইট ক্রিম অসাধারণ কাজ করে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বাজারে পাওয়া যায় এসব কেমিক্যালযুক্ত নাইট ক্রিম ব্যবহার করছেন।
যার ফলে আমাদের স্ক্রিনের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বাজারে নকল কেমিক্যালযুক্ত প্রসাধনী বাদ দিয়ে ঘরে বসেই তৈরি করুন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি নাইট ক্রিম। আমাদের ত্বকে সুস্থ-সুন্দর সজীব কোমল এবং আকর্ষনীয় রাখতে গেলে রয়েছে এন্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের কার্যকরী উপাদান। অ্যালোভেরার তৈরি নাইট ক্রিম নিয়মিত ব্যবহারে মাত্র ৫ দিনে ত্বক হয়ে উঠবে দাগহীন লাবণ্যময়।
তাই ত্বকের দাগ দূর করতে কিভাবে ঘরে বসে অ্যালোভেরার নাইট ক্রিম তৈরি করবেন তা আপনাদের সাথে শেয়ার করছি । তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক মাত্র ৫ দিনে ত্বকের দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে এলোভেরা নাইট ক্রিমটি তৈরির পদ্ধতি।
অ্যালোভেরার নাইট ক্রিম যেভাবে তৈরি করবেন এবং তার ব্যবহার পদ্ধতিঃ
এলোভেরার নাইট ক্রিম
প্রয়োজনীয় উপাদান:
- এলোভেরা জেল- ৪ চামচ
- আপেলের পেস্ট – ২চা চামচ
- গোলাপ জল – ২ চা চামচ
- হলুদের গুড়া – আধা চা-চামচ এবং
- অলিভ অয়েল – ১ চা চামচ
তৈরির পদ্ধতিঃ
এলোভেরার নাইট ক্রিম
- প্রথমে একটি আপেল ছোট পিস পিস করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
- এরপর একটি পরিস্কার বাটিতে এলোভেরা জেল, আপেলের পেস্ট, গোলাপ জল, হলুদের গুড়া এবং অলিভ অয়েল একসাথে নিয়ে সব উপাদান ভালো ভাবে মিশিয়ে তৈরি করে নিন এলোভেরা অত্যন্ত কার্যকরী নাইট ক্রিম।
- রাতে শুতে যাওয়ার আগে প্রথমে ফেসওয়াশ অথবা সাবান দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
- নরম কাপড় অথবা তুলার সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটি আপনার মুখে ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
- সারারাত এলোভেরা ক্রিম টি আপনার ত্বকে থাকবে।
- সকালে উঠে ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
বিশেষ দ্রষ্টব্যঃ
আপনার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে অলিভ অয়েল ব্যবহার করবেন না।
উপকারিতাঃ
অ্যালোভেরার এন্টি অক্সিডেন্ট উপাদান ত্বক থেকে সব ধরনের দাগ দূর করে। তোকে খুব কোমল এবং মসৃণ করে তুলে।
আপেলে রয়েছে ভিটামিন এ বি এবং সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বক কে ফ্রেশ রাখে।
অ্যালোভেরার অনন্য প্রাকৃতিক গুণাগুণের কারণেই বহুকাল ধরে রুপচর্চায় অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে। ত্বক কে সম্পূর্ণরূপে দাগহীন, সুস্থ, উজ্জ্বল এবং মসৃণ রাখতে এলোভেরার নাইট ক্রিম অত্যন্ত কার্যকরী।
তাই আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে ঘরে বসেই এলোভেরার নাইট ক্রিম তৈরি করে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে মাত্র 7 দিনে দাগহীন সুস্থ-সুন্দর উজ্জ্বল এবং আকর্ষণীয় ত্বকের অধিকারী হন।