রোদে ত্বক পুড়ে বিবর্ণ হয়ে গিয়েছে? ত্বকের পোড়া দাগ দূর করতে সানস্ক্রিন ক্রিম যেভাবে ব্যবহার করবেন l চাকরির তাগিদে বা বিভিন্ন কারণে আমরা অধিকাংশ সময়ই ঘরের বাইরে থাকি। এর ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকে পরে আমাদের ত্বকে বিভিন্ন দাগ বলিরেখা কালো ছোপ ছোপ দাগের সৃষ্টি করে এবং ত্বক পুড়ে গিয়ে সম্পূর্ণ বিবর্ণ হয়ে যায়। নিজেদের পুড়া ত্বক নিয়ে আমরা অনেকেই চিন্তিত। আবার অনেকেই খুঁজে বেড়াচ্ছেন কিভাবে রোদ থেকে নিজেদের ত্বক কে বাঁচিয়ে নেবেন। যদি নিজেদের বিবর্ণ ত্বক পুনরায় উজ্জ্বল এবং মসৃণ করতে চান এবং নিজেদেরকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখতে চান । তাদের জন্যই বর্তমান সময়ে অসংখ্য কার্যকরী সানস্ক্রিন বাজারে এসেছে। যে সমস্ত সানস্ক্রিন ব্যবহার করে আপনি আপনার ত্বকে রোদে পোড়া থেকে বাঁচাতে পারেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার রোদে পুড়া ত্বকের জন্য কার্যকরী কিছু সানস্ক্রিন ক্রিম।
ত্বক কে পুড়ে যওয়া থেকে বাচাতে অত্যন্ত কার্যকরী কিছু সানস্ক্রিন ক্রিমঃ
বর্তমান সময়ে সানস্ক্রিন ক্রিম এর ব্যবহার অধিক থেকে অধিকতর হওয়ায় বাণিজ্যিকভাবে অসংখ্য সানস্ক্রিন ক্রিম বাজারে এসেছে । আমাদের এই কলামটিতে রোদে পুড়ে যাওয়া ত্বক থেকে রেহাই পেতে কি ধরনের সানস্ক্রিন ব্যবহার করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণও কার্যকরী কিছু সানস্ক্রিন ক্রিমের তালিকা দিয়েছি।
★লেকমি সান এক্সপার্ট SPF 24 লোশনঃ
ত্বকের পোড়া দাগ দূর করতে সানস্ক্রিন ক্রিম
রোদে পোড়া দাগ দূর করতে এবং রোদে পুড়ে যাওয়া থেকে ত্বককে রক্ষা করতে এই প্রোডাক্টটি অত্যন্ত সহজলভ্য এবং কার্যকরী। এই সানস্ক্রিন ক্রিম সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আপনার ত্বককে বাঁচিয়ে রোদে পুড়ে যাওয়া এবং ত্বকে বলিরেখা পড়া থেকে আপনার ত্বককে বাঁচিয়ে রাখে।
এই সানস্ক্রিন ক্রিম ব্যবহারের উপকারিতাঃ
ত্বকের পোড়া দাগ দূর করতে সানস্ক্রিন ক্রিম
এই সানস্ক্রিন ক্রিম টি সসার ও লেমনগ্রাস এর নির্যাসযুক্ত।
ভ্রমণের ক্ষেত্রে এটি অত্যন্ত উপযোগী।
এটি ত্বকের পোড়া দাগ কালো দাগ এবং বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল এবং ফর্সা রাখে।
★ অ্যারোমা ম্যাজিক অ্যালোভেরা সানস্ক্রিন ক্রিমঃ
রোদে ত্বক পুড়ে বিবর্ণ হয়ে গিয়েছে? ত্বকের পোড়া দাগ দূর করতে সানস্ক্রিন ক্রিম যেভাবে ব্যবহার করবেন
এই সানস্ক্রিন ক্রিম তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত উপযোগী। এই সানস্ক্রিন ক্রিম ব্যবহারে ত্বকে ঠান্ডা ভাব অনুভূত হয় এবং এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক পুড়ে যাওয়া থেকে রক্ষা করে।
সানস্ক্রিন ক্রিম টি ব্যবহারের উপকারিতাঃ
এটি প্যারাবেন ও ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত।
এ সানস্ক্রিন ক্রিম টি ত্বককে তেলতেলে করে না।
ত্বককে রাখে দাগমুক্ত, উজ্জ্বল এবং ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।
লোটাস হের্বালস সেফ সান থ্রি ইন ওয়ান ম্যাট লুক ডেইলি সানব্লক SPF ৪০ঃ
এঐ সানস্ক্রিন ক্রিম টি আপনার ত্বক রোদে পুড়ে যাওয়া থেকে বাছাই এবং মেকাপের সময় বেস ফাউন্ডেশন হিসেবেও এটি ব্যবহার করা হয়।
সানস্ক্রিন ক্রিম টি ব্যবহারের উপকারিতাঃ
ক্রিম টি ম্যাট ফিনিশ যুক্ত।
এটি UVA ও UVB রশ্মির থেকে ত্বককে রক্ষা করে।
মামাআর্থ আলট্রা লাইট ন্যাচারাল সানস্ক্রিনঃ
সানস্ক্রিন ক্রিম হিসেবে এ টি অত্যন্ত কার্যকরী। এটাই সহজেই ত্বকের সাথে মিশে যায় এবং ত্বকের তৈলাক্ত হতে দেয় না।
সানস্ক্রিন ক্রিম টির উপকারিতাঃ
ক্রিমটি SLS মুক্ত।
এটিতে কোন কৃত্রিম প্রিজারভেটিভ নেই।
প্রায় সব ধরনের ত্বকেই এটি ব্যবহার করা যায়।
ভি এল সি সি ডি টেন সানস্ক্রিন ক্রিমঃ
বাইরে বেরোনোর 15 থেকে 20 মিনিট পূর্বে এই ক্রিমটি ব্যবহার করলে রোদে পুড়ে যাওয়া থেকে ত্বককে বাঁচানো যায়।
ক্রিম টির উপকারিতাঃ
ক্রিম টিনপ্যারাবেন মুক্ত।
এটি সহজেই ত্বকে মিশে যায়।
(তবে ক্রিমটি ভ্রমণের ক্ষেত্রে তেমন উপযোগী নয়)
নিউট্রিজিনা আলট্রা শির ড্রাই টাচ সানব্লকঃ
।এই সানস্ক্রিন ক্রিম স্টিক সেনসিটিভ ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ত্বকের সাথে মিশে গিয়ে রোদেপোড়া থেকে আপনার ত্বক বাঁচিয়ে রাখে।
ক্রিম টির উপকারিতাঃ
এটি আপনার ত্বককে UVA এবং UVB। রশ্মি থেকে বাঁচিয়ে রাখে।
সানস্ক্রিন ক্রিম ব্যবহারে আপনার ত্বক রোদে পুড়ে যাবে না।
কায়া ক্লিনিক ডেলি উইস সানস্ক্রিনঃ
এই সানস্ক্রিন ক্রিম স্টিক শুষ্ক ত্বকের জন্য অত্যন্ত উপকারী এবং এটি সূর্যের অতিবেগুনি রশ্মি তে ।আপনার ত্বককে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে।
এটির উপকারিতাঃ
ত্বককে উজ্জ্বল রাখে।
ক্ষতিকারক প্যারাবেন মুক্ত।
সহজেই ত্বকে মিশে যায়।
প্লাম গ্রীন ট্রি ডেলাইট সানস্ক্রিমঃ
জেল প্রকৃতির বলে এই সানস্ক্রিন ট্রেনটি তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
ক্রিম টির উপকারিতাঃ
এটি আপনার ত্বকের রোদে পোড়া থেকে বাচায়।
ত্বককে মোলায়েম রাখে।
ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত।
বায়োটিক বায়ো ক্যারোট সান লোশনঃ
অ্যালোভেরা এবং কাজলের নির্যাস থেকে তৈরি সানস্ক্রিন টিআপনার ত্বক রোদে পোড়া থেকে রক্ষা করার পাশাপাশি রোদে পোড়া দাগ নির্মূলে খুব উপকারী।
রোদ থেকে । নিজের ত্বককে বাঁচিয়ে রাখার জন্য উপরোক্ত সানস্ক্রিন ক্রিম গুলো ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সানস্ক্রিন ক্রিম নিচে দেয়া হল।
পন্ডস SPS 50 ।সান প্রোটেক্ট নন অয়েলি সানস্ক্রিন।
উস্ট্রা সান্সস্ক্রিন।
লরিয়াল প্যারিস ইউভি পারফেক্ট।
গার্নিয়ার স্ক্রীন ন্যাচারালস সান কনট্রোল।
অ্যাভেন ভেরি হাই প্রটেকশন SPF 50।
যোভিস আর্গণ সান গার্ড লোশন, ইত্যাদি উল্লেখযোগ্য।
রোদে পোড়া দাগ থেকে নিজের ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ক্রিম যেভাবে ব্যবহার করবেনঃ
প্রথমেই ফেসওয়াশ দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।
এরপর পরিস্কার কিছু দিয়ে মুখ মুছে নিয়ে মুখে সানস্ক্রিন লাগিয়ে নিন।
সানস্ক্রিন শুকিয়ে গেলে পুনরায় গালে এবং নাকের উপর সানস্ক্রিন লাগিয়ে দিন।
হাতে এবং ভাইয়ের খালি অংশেও সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে পারবেন।
বের হওয়ার অন্তত 15 থেকে 20 মিনিট পূর্বে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ
সানস্ক্রিন ক্রিমের বিদ্যমান উপাদান দেখে এবং আপনার ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ক্রিম বাছাই করে নিন।
রোদে পোড়া দাগ থেকে নিচের দাগ কে বাঁচাতে এবং কালো ছোপ ছোপ দাগ থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ক্রিম অত্যন্ত কার্যকরী। তাই রোদে বেরোনোর পূর্বে ভালোভাবে সানস্ক্রিন ব্যবহার করুন এবং নিজের ত্বক অনুযায়ী সানস্ক্রিন ক্রিম সিলেক্ট করুন। নিজেদের ত্বকের যত্ন নিন।