ত্বকের দাগ দূর করতে বিটরুটের ফেসপ্যাক lত্বককে দাগহীন করতে বিটরুট এর উপকারিতা যে কি সে বিষয়ে আজ আপনাদের বলব। বন্ধুরা, বীট্রুট মূলত একটি সবজি। আমরা এটা সবজি হিসাবে বেশি খেয়ে থাকি। কিন্তু প্রাকৃতিক ভাবে উৎপাদিত হওয়া এই সবজি বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। চুলের যত্নে যেমন ব্যবহার করা যায়, তেমনি ত্বকের দাগ দূর করতে কোন জুড়ি নেই।
বন্ধুরা, আজকে আমরা সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো অর্থাৎ বিটরুট এর ব্যবহারের মধ্য দিয়ে কিভাবে আপনারা আপনাদের ত্বক কে দাগহীন করতে পারেন।
স্বভাবিক ভাবে যে দাগ গুলো আমাদের ত্বকে হয়ে থাকেঃ
- আমাদের গর্ভধারণ কালীন সময়ে পেটে বড় ধরনের দাগ দেখা যায়।
- ঘাড়ে দাগ দেখা যায়।
- এছাড়াও শরীরের অন্যান্য অংশে সাদা সাদা বা কালো কালো দাগ দেখা যায়।
- তাছাড়াও হঠাৎ করে বয়সন্ধিকালে ওজন বৃদ্ধি পাবার কারণে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগ দেখা যায়।
- বিভিন্ন অ্যালার্জি জনিত সমস্যা বা কোন এক্সিডেন্টে দীর্ঘমেয়াদি বিভিন্ন দাগ আমাদের শরীরে থেকে যায়।
এই ধরনের দাগ যদি আমরা আমাদের ত্বক থেকে দূর করে রাখতে চায় তাহলে আমাদের উচিত বীট্রুটের সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে বিভিন্ন প্যাক বানিয়ে ত্বকে ব্যবহার করা।
মুখের দাগ দূর করতে বীট্রুটের উপকারীতাঃ
প্রথমেই জেনে নেওয়া যাক, কীভাবে বা কোন কোন উপকরণের সংমিশ্রণ ঘটিয়ে আমরা প্রাকৃতিক ভাবে ঘরোয়া পদ্ধতিতে আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ দূর করতে পারব।
১। ত্বক দাগহীন করতে বীট্রুটের সাথে এলোভেরা ও চালের গুড়াঃ
এই প্যাক তৈরি করতেন যে সকল উপকরণ লাগবে………
- ১ টেবিল চামচ বিটরুটের রস।
- ১ টেবিল চামচ এলোভেরা জেল।
- ২ টেবিল চামচ চালের গুড়া।
যেভাবে ব্যবহার করবঃ
- উপকরণ গুলি একসাথে করে যে যে অংশে আমাদের দাগ রয়েছে তার উপর লাগাব।
- ২০-৩০ মিনিট সময় হওয়ার পরে হালকা উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
২। ত্বকের যত্নে বীট্রুটের সাথে অলিভ অয়েল ও টক দইঃ
এই প্যাকটি ব্রণের দীর্ঘস্থায়ী দাগ দূর করতে সাহায্য করে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ১ টেবিল চামচ বীট্রুটের রস।
- ১ টেবিল চামচ অলিভ অয়েল।
- ১ চা চামচ টক দই।
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলি একসাথে করে আমাদেরকে এটি মুখে ও শরীরের যে অংশে ব্রণের দাগ রয়েছে সেখানে লাগাতে হবে।
- নিয়মিত ভাবে এটি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের মুখ থেকে ব্রণের দীর্ঘস্থায়ী দাগ দূর করতে পারব।
৩। মুখের দাগ দুর করতে বীট্রুটের সাথে ডালের মিশ্রণ ও এলোভেরাঃ
ব্রণের দাগ দীর্ঘকালীন মুখে থাকার পরে সেটা গর্তের সৃষ্টি হয়ে যায়, গর্ত গুলো ভরাট করতে আমাদের উপকরণগুলো লাগবে………
- ১ টেবিল চামচ বীট্রুটের রস।
- ১ চা চামচ এলোভেরা জেল।
- ২ টেবিল চামচ ডালের পেষ্ট
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে মিক্স করে আমাদের মুখে লাগাতে হবে।
- লাগানোর পর ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
- বন্ধুরা এটি শুধু আমাদের মুখের ব্রণের গর্ত পূরণ করে না পাশাপাশি ক্লিনজার হিসেবে কাজ করে অর্থাৎ প্রাকৃতিক ভাবে পরিষ্কার করে দেয়।
তাছাড়াও মুখ থেকে বিভিন্ন ধরনের বয়সের দাগ রোদে পোড়া দাগ চামড়া কুঁচকানো দাগ বলিরেখা বা অন্য কোন এলার্জির দাগ দূর করতে বিটরুটের একটি চমৎকার ফেইস মাক্স রয়েছে,
৪। ত্বকের দাগ দুর করতে বীট্রুটের ফেইস মাস্কঃ
এই ফেইস মাস্ক তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……
- ১ টেবিল চামচ বিটরুটের রস।
- ২ টেবিল চামচ এলোভেরা জেল।
- ২ টেবিল চামচ চালের গুড়া।
- ১ চা চামচ নিমপাতার রস।
- ১ চা চামচ মধু।
যেভাবে ব্যবহার করবেনঃ
- সব উপকরণ একসাথে করে ফেইস মাক্স তৈরি করে মুখে লাগাতে হবে।
- রাতের সময় লাগালে সবচেয়ে ভালো।
- এটি মুখে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এরপরে পছন্দমত একটি ফেইস ক্রিম লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়বেন।
- সকালবেলা উঠে অনেক সুন্দর একটি পরিবর্তন দেখবেন।
যে সব প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম, এই প্যাকগুলো নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে ত্বক থেকে সব ধরনের দাগ দূর করতে পারবেন।