তুলসি পাতার ব্যবহার : প্রিয় পাঠক, তুলসি ভেষজগুণ সমৃদ্ধ উদ্ভিদ। বহুল পরিচিত ও হাজারো ঔষধি গুন সম্পন্ন গাছ তুলসি।এটি ত্বকের যত্নে খুবই কার্যকরী। আদিকাল থেকেই আয়ুর্বেদিক ইউনানী চিকিৎসায় তুলসী গাছের পাতা,ফুল, কান্ড ও মূল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সব বয়সীর লোকরা এই গাছের পাতা বা রস ব্যবহার করতে পারে। তুলসি গাছ বা পাতার রস বিভিন্ন রোগের মহাঔষধ হিসেবে ব্যবহার হয়। এটি ঔষধি গুণাগুন সমৃদ্ধ বহু পরিচিত গাছ। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও বিভিন্ন রোগ ভালো করে থাকে। আমাদের নিয়মিত আয়োজন টিপস্ এন্ড ট্রিকস এর আজকে পর্বে আলোচনা করব তুলসি পাতার দিয়ে ত্বকের যত্ন নেওয়া উপায় সম্পর্কে।
তুলসি পাতা বা রস সকলের কাছেই খুবউ পরিচিত একটি ভেষজ উদ্ভিদ।তুরসি পাতার হাজারো গুণাগুণ সকলের জানা রযেছে। তুলসি পাতার রস আপনাকে বিভিন্ন সংক্রামক থেকে রক্ষা করে থাকে। তুলসি পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোগ ক্ষমতা গড়ে তুলে। এছাড়াও তিুলসি পাতার ভিটামিন আমাদের দেহের জন্য খুবই উপকারি।
ত্বকের যত্নে তুলসি পাতার ব্যবহার জেনে নিই…..
১/ তুলসি পাতা ব্রণ কমায়ঃ-
তুলসি পাতা মুখের ব্রণ কমিয়ে থাকে। প্রথমে কিছু কমলা লেবুর খোসা শুকিয়ে তা ভেন্ডার দিয়ে গুঁড়া করে নিতে হবে। তুরসি পাতা হতে রস বের করে নিয়ে তাতে কমলা লেবুর খোসার গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রিণটি ৩০ মিনিট মুখে লাগিয়ে রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়ম করে একদিন পর পর ব্যবহার করতে থাকুন। অবশ্যই মুখে দেওয়ার মিশ্রিণটি ব্যবহারের দিন নতুন করে তৈরি করবেন। এছাড়াও্র হলুদ, চন্দন, গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিতে পারেন। কয়েকদিনের মাঝে ভালো ফলাফল দেখতে পাবেন।
২/বয়সকে ধরে রাখে তুলসি পাতাঃ-
তুলসি পাতাতে অ্যান্টি-অক্সিডেন্ট মানুষের বয়স ধরে রাখে। গাছ হতে তরতাজা সতেজ কয়েকটা তুলসি পাতা তুলে তা বেটে পেস্ট করে নিন। তুলসি পাতার পেস্টটি মুখে লাগিয়ে ১০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি লাগানোর ফলে ত্বককে টান টান ভাব ,উজ্জ্বল ও সতেজ করে তুলবে।
৩/ চন্দন ও তুলসি পাতার মিশ্রণঃ-
চন্দন ত্বকের জন্য খুবই উপকারি। প্রথমে তুলসি পাতা তুলে তা বেটে পেস্ট করে নিন, তাতে চন্দনের গুঁড়া ও গোলাপ জল মিশিয়ে ভাবে ভাবে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ৩০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। পরে পরিষ্কার পানি দিয়ে মুখ ভাবে ভাবে ধুরে নিন। এটি নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের যেকোনো সমস্যা দূর করে ত্বককে করে তুলে আরও উজ্জ্বল ও ত্বকের পুষ্টি গুণ পুরণ করে এই তুলসি পাতার মিশ্রণ।
৪/ চর্ম রোগ প্রতিরোধ করে তুলসি পাতাঃ-
গরম কালে অনেকেই চুলকানি ও ঘামাচি সমস্যা ভোগেন। এসব সমস্যা দূর করতে পারবেন সহজেই। প্রথমে কিছু তুলসি পাতার পেস্ট তৈরি করে নিন। তুলসি পাতার পেষ্টরের সাথে কিছু পরিমাণ লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এতপর মিশ্রণটি আক্রান্ত স্থানে লাগিয়ে দিন। এটি ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন অনেক অংশে চুলকানি সহ যাবতীয় চর্ম রোগ দুর হয়ে যাবে নিয়মিত ব্যবহারের ফলে।
৫/চুলের যত্নে তুলসি পাতাঃ-
তুলসি পাতা ত্বকের যত্নে খুবই কার্যকরী। তুলসি পাতা চুলের যত্নেও রয়েছে অনেক ব্যবহার। মাথার ত্বকের সমস্যা, খুশকি, খুশকির কারণে চুলকানি, চুল পড়ে যাওয়া সহ যাবতীয় চুলের সমস্যা দুর করতে তুলসি পাতার রস ব্যবহার করতে পারেন। পরিষ্কার চুলে তেল দেওয়ার আগে সেই তেলে তুলসি পাতার রস মিশিয়ে নিন। তারপর এটি চুলে ভাবেভাবে মিশিয়ে লাগিয়ে নিন। এটি নিয়মিত ব্যবহারের ফলে চুলের সকল সমস্যা দুর হয়ে যাবে।
পাঠক, তুলসি পাতা বহু গুণ সমৃদ্ধ ভেষজ উদ্ভিদ। তুলসি পাতা বা রস মানব শরীরের জন্য খুবই