গাজরের ফেইসপ্যাক l ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গাজর এর তৈরি কিছু পেস্ট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। বন্ধুরা, ত্বকের উজ্জ্বলতা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে। আমাদের দৈনন্দিন জীবনযাত্রা এর জন্য দারুন ভাবে দায়ী।
কিন্তু জীবনে চলতে গেলে এই অভ্যাস আমাদের পরিবর্তন করা যাবে না। কারণ এই অভ্যাস এর সাথে জড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎ, আমাদের ক্যারিয়ার, আমাদের সংসার, সবকিছুই।
তাই এই সবকিছু মানিয়ে নিতে আমাদের এই দৈনন্দিন জীবনযাত্রায় অভ্যস্ত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তাই এই জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে আমাদের উচিত আমাদের ত্বকের সৌন্দর্য ধরে রাখা। বন্ধুরা এই বিষয়টা অনেকটা কঠিন।
কারণ যেই ব্যস্ত জীবনযাত্রায় আমরা অভ্যস্ত সারাদিন সেখানে ধুলোবালির সাথে চলাফেরা করতে হয় সেখানে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা সত্যিই অনেক কঠিন ব্যাপার। কিন্তু বন্ধুরা তারপরেও আমরা যদি সামান্য একটু সময় ত্বকের যত্নের জন্য আলাদা করে রাখি তাহলে এ ধরনের সমস্যা মোকাবেলা করে খুব সুন্দর চকচকে একটা গ্লোয়িং ত্বক আমরা পেতে পারি।গাজরের ফেইসপ্যাক
তাই আপনাদের সমস্যার কথা চিন্তা করে আজকে আমরা নিয়ে আসলাম ত্বকের উজ্জলতা লাবণ্যতা ধরে রাখতে ও হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ও লাবণ্য ফিরিয়ে আনতে গাজরের চমৎকার কিছু ফেইসপ্যাক।গাজরের ফেইসপ্যাক
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গাজরের উপকারিতাঃ
গাজর আমাদের ত্বকের রোদে পোড়া দাগ থেকে বাঁচিয়ে আমাদের ত্বক কে অনেক উজ্জ্বল ও প্রাণবন্ত করে। সাথে সাথে ধুলো-ময়লা আমাদের ত্বক থেকে দূর করে আমাদের ত্বকে রক্ত সঞ্চালন ঠিক রাখে। তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক এই সকল প্যাক গুলো কি কি………
ত্বকের পোড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করতে গাজরের ফেইসপ্যাকঃ
এখন যে প্যাক টি নিয়ে আলোচনা করব এই প্যাকটি আমাদের ত্বকের প্রাণবন্ততা এবং লাবণ্যতা ধরে রাখতে পারে। বন্ধুরা দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ প্যাকটি তৈরি করতে গাজরের সাথে সাথে আর কি কি উপকরণ লাগে………
- ২ টেবিল চামচ গাজরের পেস্ট।
- ২ চা চামচ মুলতানি মাটি।
- ২ চা চামচ মধু।
- ১ টি টমেটো।
ব্যবহার প্রণালিঃ
- এ সকল উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিব।
- বাহির থেকে যখনই আমরা আসবো ধুলো-ময়লা একগাদা জীবাণু নিয়ে তখন এই চমৎকার প্যাকটি আমাদের ত্বকের উপর লাগাবো।
- অন্ততপক্ষে ২০ মিনিটের জন্য লাগানোর পর এটি যখন একটু একটু শুকিয়ে আসবে তখন এটি ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো।
- অথবা একসাথে স্নান করে নেওয়া যায়।
- বন্ধুরা এই প্যাক টি নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে আপনার ত্বক এই ধরনের দূষিত পরিবেশের সাথে মোকাবেলা করতে সক্ষম হবে। সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবে।
ত্বকের বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যা ও ব্রনের দাগ দূর করতে গাজরের ফেইসপ্যাকঃ
এই প্যাক টি আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যা ও ব্রনের দাগ দূর করে আমাদের ত্বকের উজ্জলতা ফিরিয়ে আনে। এখন দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগে………
- ২ টেবিল চামচ গাজরের পেস্ট।
- ২ চা চামচ এলোভেরা জেল।
- ১ চা চামচ গোলাপ জল।
- ১ চা চামচ শশার রস।
ব্যবহার প্রণালিঃ
- উপকরণ গুলো একসাথে ভালোমতো পেস্ট করার পর এই প্যাকটি তৈরি হয়ে যাবে। তারপর আমাদের ত্বকের যে যে অংশে ব্রন ও এলার্জি জনিত সমস্যা রয়েছে তার উপরে এই প্যাকটি লাগানো যায়।
- এখন ২০ মিনিট সময় ধরে অপেক্ষা করার পর এই প্যাকটি ধুয়ে ফেলতে হবে।
- সপ্তাহে অন্তত পক্ষে তিনবার এই প্যাকটি ব্যবহার করলে আপনারা আপনাদের ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্যতা ধরে রাখতে পারবেন।
- অথবা দীর্ঘদিন ও অপরিচর্চার কারণে ত্বকের লাবণ্য তা যদি হারিয়ে যায় সেটাও ফিরিয়ে আনতে পারবেন।
ত্বকের বলিরেখা বা কুঁচকানো দাগ দূর করতে গাজরের ফেইসপ্যাকঃ
এই প্যাকটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব বেশি দরকারি। আমাদের ত্বকে বিভিন্ন ধরনের গর্ভজনিত দাগ, ফাটা দাগ বা চামড়া কুঁচকানো অথবা বয়সের বলিরেখা মতো সমস্যা দেখা যায়, এ ধরনের সমস্যা গুলো ত্বকের উজ্জলতা লাবণ্যতা হারিয়ে দেয়।
এখন এই ধরনের সমস্যাগুলো দূর করে শরীরের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এই প্যাকটি কিন্তু দারুন কাজ করে। এখন দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ গুলো লাগে………..
- ২ চা চামচ গাজরের পেস্ট।
- ২ চা চামচ আলুর পেস্ট।
- ১ চা চামচ কাঁচা হলুদের পেস্ট।
- ১ টি ডিমের সাদা অংশ।
যেভাবে এই প্যাকটি তৈরি ও ব্যবহার করবেনঃ
- সবগুলো উপকরণ একসাথে ভালোমতো ব্লেন্ডার করে ফেলার পর প্যাকটি ত্বকের ওপর লাগিয়ে নিবেন।
- এরপর ২০ মিনিট অপেক্ষা করবেন।
- তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। আপনারা ধুয়ে ফেলার পর মুখে ময়েশ্চারাইজ ক্রিম ব্যবহার করবেন।
ক্রিম ব্যবহার করলে আমাদের ত্বকে লাগানো উপাদান গুলো ভালোমতো কাজ করতে পারে। বাইরের ধূলোবালি খুব সহজে প্রবেশ করতে পারে না।
বন্ধুরা, উপরে গাজরের যে প্যাকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু ত্বককে কোমল ও মসৃণ করতে দারুণ কাজ করে থাকে। তাই ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্যতা নিয়ে আর চিন্তা না করে উপরের দেওয়া প্যাক গুলো ব্যবহার করুন আর ফলাফল কেমন হয় তা নিজেরাই দেখুন।গাজরের ফেইসপ্যাক