যদি ত্বক না হয় লাবণ্যময় তবে নিজেকেই মনে হয় নিস্তেজ। যদিও ত্বকের যত্ন নেয়া অনেকেই কঠিন মনে করে। তা কিন্তু নয়। ত্বক যত হবে উজ্জ্বল ততই বাড়বে সৌন্দর্যময়।
ত্বকের যত্নে আমরা আবার অনেক রকমের চিন্তায় থাকি। কখন যত্ন করব, কখন ফেস প্যাক বানাবো এটা ওটা আরো অনেক কিছু কাজ। তবে একটু সময় দিলেই ঘরে বসে নেয়া যায় ত্বকের যত্ন। শুধু থাকতে হবে ত্বকের প্রতি যত্নশীল হওয়ার প্রবণতা।
আর থাকতে হবে ধৈর্য্য।আমরা জানি বর্তমানে ত্বকের যত্ন নেয়ার জন্যে অনেক প্রসাধনী রয়েছে। তবে সকল প্রসাধনী ত্বকের সাথে খাপ খায় না।অথবা অনেকে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। তাই আসুন ঘরে বসে ত্বকের যত্ন নিই।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির কিছু সহজ উপায় বা পদ্ধতিঃ
১। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গাজরঃ
আমরা জানি গাজর খেলে ত্বকের জৌলুসতা বাড়ে। কেননা গাজরে আছে ভিটামিন এ। ভিটামিন এ ত্বককে টানটান ও মসৃণ রাখে। গাজর চাইলে আপনি এম্নেই খেতে পারেন। অথবা গাজরের প্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন।
ব্যবহারঃ
- গাজর কুচি কুচি করে কেটে রস বের করে নিয়ে এতে অল্প মধু আর সামান্য পরিমাণ টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন।
- এই প্যাক সারা মুখে লাগিয়ে নিন।
- ২০ মিনিট পরে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।
- সপ্তাহে অন্তত ১বার হলেও এই প্যাক ব্যবহার করবেন। দেখবেন মুখের ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেয়েছেন।
২। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এলোভেরাঃ
এলোভেরা হলো রূপচর্চার জাদুকরী উপাদান। আর ত্বকের যত্নে এলোভেরা তো অনেক আগে থেকেই কাজ করে আছে।এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস, ঔষধি উপাদান যা আমাদের ত্বকের জন্যে বিশেষভাবে উপকারি। এতে রয়েছে ভিটামিন এ বি সি।
আপনারা চাইলে এলোভেরা জেল করে সরাসরি মুখের ত্বকে লাগাতে পারেন। আবার বরফ করেও লাগাতে পারেন। এছাড়া একটি প্যাক বানাতে পারেন।
ব্যবহারঃ
- ১ চামচ এলোভেরা জেল, এর সাথে ১চামচ দুধ আর ১চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন।
- এবার এই প্যাকটি মুখের ত্বকে লাগিয়ে নিন।
- ২০ মিনিট রাখার পরে হাল্কা কুসুম গরম পানিতে ভালোভাবে মুলহ ধুয়ে ফেলুন।
- ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়বে। ত্বক থাকে নরম এবং স্বাস্থ্যজ্জ্বল।
৩। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেকিং সোডা
বেকিং সোডা ত্বকের ময়লা দূর করতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়াও বেকিং পাউডার অনেকে ট্যালকম পাউডারের মতো ব্যবহার করেন। এই বেকিং পাউডার দিয়েও খুব সহযে আপনি একটি ফেইস প্যাক বানাতে পারবেন।
ব্যবহারঃ
- ডিমের একটি কুসুম নিন এতে ১চা চামচ বেকিং সোডা দিন, ১চা চামচ মধু আর সাথে আধা চা চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানাবেন।
- এবার এই প্যাক আপনার পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এর পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- দেখবেন অতি দ্রুত ত্বকের মরা কোষগুলো বেড়িয়ে যাবে এবং ত্বকের পি এইচ এর মান ঠিক থাকবে।
৪। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গোলাপের পাপড়িঃ
গোলাপ হলো সৌন্দর্যের প্রতীক। গোলাপের পাপড়ির রয়েছে হরেক রকম ব্যবহার। তবে ত্বকের যত্নে গোলাপের তৈরি জলের ভূমিকা অনেক।
ব্যবহারঃ
- একটি বাটিতে পরিমাণ মতো গোলাপ জল নিয়ে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেন।
- ফ্রিজ থেকে বের করে সেই গোলাপ জলে তুলার তৈরি বল নিয়ে চুবিয়ে পুরো মুখে ম্যাসাজ করুন, এবং মুখে চেপে চেপে লাগান।
- নিয়মিত সকাল সন্ধ্যা এই কাজটি করতে পারেন। এছাড়া আরো সহজ ভাবে হল গোলাপ জলকে আইস কিউব বানিয়ে রাখুন।
- এবার সকাল সন্ধ্যা অতি সহযে মুখে লাগিয়ে নিন। ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।
৫। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পেঁপেঃ
পেঁপেকে বলা হয় ত্বকের যত্নের দারুণ ফেইস প্যাক। পেঁপে দিয়ে অতি সহজে তৈরি করা যায় ফেইসপ্যাক। ব্যবহারঃ
- ১ টেবিল চামচ পাকা পেঁপের রস নিবেন এতে ২চা চামচ শশার রস দিবেন এবং সাথে একটি কলার অর্ধের পরিমান নিয়ে চটকে চটকে অই মিশ্রণের সাথে মিশিয়ে নিন।
- এরপর পুরো মুখে মেখে নিন। প্রায় আধা ঘন্টা রাখার পরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ত্বকের হারানো জেল্লা ফিরে পাবে।
- আর পেঁপের জন্যে ত্বকে ভিটামিন এ এবং সি এর পুষ্টি উপাদান ও বজায় থাকে।
উপরে ৫টি পদ্ধতি দেখানো হয়েছে ত্বকের যত্ন। এগুলা খুব সহযে আপনি বাসায় বসে প্যাক তৈরি করে নিতে পারবেন। আর ত্বকের যত্ন নিতে পারবেন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩বার এই পদ্ধতি গুলো অনুসরণ করুন।