শরীরের প্রতিটি অঙ্গ একে অপরের সাথে সংযুক্ত। এই শরীর নিয়ে আমাদের প্রত্যেকেরই চিন্তা থাকে। শরীরের যত্ন, সৌন্দর্য, সুগন্ধ ইত্যাদি সকল বিষয় নিয়ে। অনেকের মধ্যে একটা বিশেষ সমস্যা আছে বগলের নিচের দুর্গন্ধ নিয়ে।
আসলে বগলের নিচের দুর্গন্ধ খুব অস্বাস্থ্যকর ও লজ্জার একটি বিষয়। অনেক সময় পাশে থাকা মানুষের সাথে কথা বলতেও দ্বিধা হয়। এই জন্যে অনেকে বিভিন্ন সুগন্ধি ব্যবহার করেন। তবে তা সাময়িকের জন্যে। কিন্তু কাজের ব্যস্ততায় অনেক সময় সুগন্ধি দিতে খেয়াল থাকেনা। এতে পড়তে হয় নানান বিভ্রান্তিজনক অবস্থায়।
তবে আসুন জেনে নেই
বগলের নিচের দুর্গন্ধ দূর করার কিছু সহজ উপায়
১। বগলের নিচের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডাঃ
বেকিং সোডা সাধারণত খাবার প্রস্তুতে বেশি ব্যবহার করা হয়। আবার অনেক সময় ত্বকের যত্নেও ব্যবহার করা হয়। এই বেকিং সোডা ময়লা দূর করার কাজে আগের কাল থেকেই পরিচিত।
বগলের নিচে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্যে যে দুর্গন্ধ হয় তা দূর করতে বেকিং সোডা কাজে দেবে। এটিকে ট্যালকম পাউডারের মতোই ব্যবহার করা যাবে। গোসলের পরে অথবা সাবান দিয়ে বগল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন তারপর সেখানে বেকিং পাউডার ব্যবহার করুন।
২। বগলের নিচের দুর্গন্ধ দূর করতে তুলসি পাতাঃ
তুলসি পাতা প্রাকৃতিকভাবে বিভিন সমস্যা সমাধানে সাহায্য করে। তুলসি পাতার চা বিভিন্ন রোগ বালাই এ দারুণ কাজ করে। তুলসি পাতা দিয়ে চা খেলে ঘাম কম হয়। ঘাম কম হলে দুর্গন্ধ ও কম হয়। এছাড়া তুলসি পাতার চা দিয়ে বগল ও পরিষ্কার করা যায়।
তুলার বলকে তুলসি পাতার চায়ের মধ্যে দিয়ে চুবিয়ে বগলের নিচে লাগাতে হবে। কিছুক্ষন শুকিয়ে গেলে আবার লাগাতে হবে। কয়েকবার দেয়ার পর শেষে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত কয়েকবার করুন। এতে দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পাবেন
৩। বগলের নিচের দুর্গন্ধ দূর করতে লেবুর রসঃ
আমরা জানি লেবুর রসে আছি সাইট্রিক এসিড। সাইট্রিক এসিড ময়লা দূর করতে বিশেষভাবে কার্যকরী। বগলের নিচে ব্যাকটেরিয়াকে দূরিভূত করতে বগলের নিচে লেবুর রস দিয়ে ম্যাসাজ করুন।
নিয়মিত ২থেকে ৩বার ম্যাসাজ করুন। বগলের নিচে হয়ে যাবে সতেজ আর দুর্গন্ধমুক্ত।
৪। বগলের নিচের দুর্গন্ধ দূর করতে শালগমের রসঃ
সবচেয়ে আশ্চর্যকর হলেও সত্যি যে শালগমের রস ১০ ঘন্টা পর্যন্ত দুর্গন্ধ থেকে মুক্ত রাখে।
শালগমের রস নিয়ে বগলের নিচে ৫মিনিট ম্যাসাজ করলে অন্তত দিনের যেটুকু সময় বাইরে আছেন সে সময় বগলের নিচের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারেন।
৫। বগলের নিচের দুর্গন্ধ দূর করতে গোলাপ জলঃ
গোলাপ জল সুগন্ধের আরেক নাম। আমরা দেখে থাকি সুগন্ধীয় কাজে গোলাপ জল ব্যবহার করা হয়। গোলাপ মানেই সুগন্ধ। গোলাপের ঘ্রাণে থাকে এক অমায়িক সৌরভীয় ঘ্রাণ। অনেকে গোলাপ জলের সুগন্ধি ব্যবহার করে থাকেন বগলের দুর্গন্ধ নিরাময়ে।
এক্ষেত্রে আপ্নারা চাইলে এক কাপ গোলাপ জলের মধ্যে তুলার তৈরি বল ছুবিয়ে বগলের নিচে ভালোভাবে ম্যাসাজ করুন। নিয়মিত ৩থেকে ৪বার এই ম্যাসাজ করুন। এতে গোলাপের ঘ্রাণ ও বজায় থাকে। আর শরীর সুন্দর ও সতেজ থাকে।
৬। বগলের নিচের দুর্গন্ধ দূর করতে অ্যাপল সাইডার ভিনেগারঃ
আমরা অ্যাপল সাইডার ভিনেগারের কথা শুনেছি যেটা মূলত অ্যাপল দিয়ে তৈরি। এই ভিনেগারে আছে সাইট্রিক এসিড। আমরা জানি দুর্গন্ধ দূর করতে সাইট্রিক এসিড খুব ভালো কাজ করে।
তাই বগলের দুর্গন্ধ দূর করতে অ্যাপল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারেন।
৭।বগলের নিচের দুর্গন্ধ দূর করতে সবসময় পরিষ্কার থাকাঃ
আমরা জানি ঘাম শরীরের রক্ত বাঁচায়। কিন্তু অতিরিক্ত ঘামানো টাও ঠিক না। অতিরিক্ত ঘামালে শরীরে ময়লা জীবাণু বাসা বাঁধে আর ঘামার পরে যদি শরীর ধুঁয়ে মুছে পরিষ্কার করতে না পারি তাহোলে এই জীবাণুগুলো একসময় শরীরে দুর্গন্ধ তৈরি করে।
তাই যাদের অতিরিক্ত ঘামের সমস্যা রয়েছে তারা ঘামানোর পর পরেই পানি দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিন। এতে ঘামের জীবাণুগুলো আর জমাট বাঁধবেনা। এতে শরীরে দুর্গন্ধ হওয়া থেকেও বেঁচে যায়।
উপরোক্ত তথ্য হতে জানতে হাতের কাছে থাকা সহজলভ্য কিছু জিনিস দিয়ে অতি সহযে বগলের নিচে দুর্গন্ধ দূর করার উপায়। সঠিক উপায়ে সঠিক ভাবে ব্যবহার করলে এই সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে