দ্রুত ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী কিছু প্রাকৃতিক উপায় একজন মানুষ হিসেবে প্রত্যেকেই চাই নিজেদের ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য । আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বাজারের বিভিন্ন নামিদামি ক্রিম ব্যবহার করে নিজেদের ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে চান। কিন্তু অধিকাংশ সময়েই আসল এবং নকল ক্রিমের পার্থক্য বোঝা যায় না। আর বাজারের অধিকাংশ ক্রিমেই প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য মিশ্রিত থাকে। এসব রাসায়নিক যুক্ত ক্রিম ব্যবহারের ফলে আমাদের ত্বক আরও ক্ষতির সম্মুখীন হয়। সুপ্রিয় বন্ধুরা তাই এই আলোচনাটি সাজিয়েছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে ত্বক ফর্সা ও উজ্জ্বল করা যায় তার বিস্তারিত আলোচনা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক দ্রুত সময়ে ত্বক ফর্সা ও উজ্জ্বল করার অত্যন্ত কার্যকরী কিছু প্রাকৃতিক উপায়।
দ্রুত ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপায় সমূহঃ
অ্যালোভেরার ফেসপ্যাকঃ
দ্রুত সময়ে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার অন্যতম প্রাকৃতিক উপায় হচ্ছে এলোভেরার ফেসপ্যাক। এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রেখে ত্বককে গভীর থেকে ফর্সা ও উজ্জ্বল করে তোলে।
ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়।
স্কিন কেয়ার হিসেবে কাজ করে।
ত্বক কে সজীব মসৃণ এবং কোমল রাখে।
দ্রুততম ফর্সা করে এমন অ্যালোভেরা ফেসপ্যাক সমূহঃ
★ 2 চা চামচ অ্যালোভেরার জেল 1 চা চামচ কাঁচা হলুদ এবং আধা চা চামচ মধু এর মিশ্রণে তৈরি ফেসপ্যাক।
★ 2 চা চামচ এলোভেরা জেল 1 চা চামচ চন্দন পাউডার এবং এক চা চামচ লেবুর রস এর মিশ্রণে তৈরি অ্যালোভেরার ফেসপ্যাক।
মিশ্রণ সমূহ তোলা বা হাতের সাহায্যে মুখের স্ক্রাব করে লাগিয়ে 25 থেকে 30 মিনিট শুকানোর জন্য সময় দিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিবেন।
দ্রুত সময়ে আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা এবং উজ্জ্বল সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে।
গুড়া দুধ ও লেবুর রসের ফেইসপ্যাকঃ
গুড়া দুধ এবং লেবুর রসের হোয়াইটেনিং ফেইস প্যাকটি ত্বকের দ্রুত সময়ে উজ্জ্বল এবং ফর্সা করে তুলে।
একটি পাত্রে 1 চা চামচ গুঁড়ো দুধ 1 চা চামচ লেবুর রস এবং আধা চা-চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন গুড়া দুধের ফেসপ্যাকটি।
পরিষ্কার মুখে ফেসপ্যাকটি ভালভাবে লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর মুখ ধুয়ে নিবেন।
এটি অতি দ্রুত আপনার ত্বককে উজ্জ্বল ফর্সা কোমল এবং আকর্ষণীয় করে তুলবে।
টক দই আর ওটা মিলের স্কিন হোয়াইটেনিং মাস্কঃ
মাত্র 3 দিনে গভীর থেকে ত্বককে প্রাকৃতিক ভাবে ফর্সা ও উজ্জ্বল করতে চাইলে টক দই আর ওটামিল এর স্কিন হোয়াইটনিং মাস্ক টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1 টেবিল-চামচ ওটা মেইল সারারাত পানিতে ভিজিয়ে দিয়ে সকালে ভালভাবে পেস্ট করে নিন।
আর ওটা মিলে ওই পেস্ট এ 1 টেবিল চামচ টক দই ভালোভাবে মিশিয়ে তৈরি করেনিন মাস্ক টি।
পরিষ্কার মুখে সম্পূর্ণ মিশ্রণটি স্ক্রাব করে লাগিয়ে 20 মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।
ভালো ফলাফল পেতে সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করুন। এতে আপনার ত্বক গভীর থেকে উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠবে।
ত্বক থাকবে সুস্থ-সতেজ কোমল এবং মসৃণ।
হলুদ আর টমেটোর ফেসপ্যাকঃ
এক চা চামচ কাঁচা হলুদের গুঁড়া এবং অর্ধেক পাকা টমেটোর রস ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করুন হলুদের এই ত্বক ফর্সা ও উজ্জ্বল কারি ফেসপ্যাকটি।
পরিষ্কার মুখে মিশ্রণটি লাগিয়ে ভালোভাবে স্ক্রাব করে নিন।
শুকানোর জন্য 20 মিনিট সময় দিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহারে আপনার ত্বক স্থায়ীভাবে প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে।
বেসনের ফেসপ্যাকঃ
আমাদের ত্বকের ফর্সাকারী বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মধ্যে অন্যতম। তাই তোকে দ্রুত সময়ে উজ্জ্বল ও ফর্সা করতে বেসনের ফেসপ্যাক অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।
2 চা চামচ বেসন এবং পরিমাণ মত বাটারমিল্ক ভালোভাবে মিশিয়ে বেসনের ফেসপ্যাক তৈরি করে নিন।
আপনার ত্বকে লাগিয়ে ভালোভাবে স্ক্রাব করে 20 মিনিট পর ঠাণ্ডা পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে অত্যন্ত ফর্সা এবং উজ্জ্বল।
বিশেষ দ্রষ্টব্যঃ
তৈলাক্ত ত্বকে ফেসপ্যাক টি ব্যবহার করা যাবে না।
মুলতানি মাটির ফেসপ্যাকঃ
মুলতানি মাটির অনন্য পরিষ্কার ক্ষমতার কারণে বহু যুগ ধরে প্রসাধনী হিসেবে ত্বকের যত্নে মুলতানি মাটি ব্যবহারিত হয়ে আসছে। মুলতানি মাটির ফেসপ্যাক আমাদের ত্বককে দ্রুত সময়ে ফর্সা, উজ্জ্বল, মসৃণ, আকর্ষণীয় এবং কোমল করে তুলতে সাহায্য করে।
প্রথমে একটি পাত্রে 2 চামচ মুলতানি মাটি 2 চা-চামচ চন্দন পাউডার 1 চা চামচ হলুদ এবং পরিমাণমতো পানি অথবা গোলাপজল মিশিয়ে মুলতানি মাটির অত্যন্ত কার্যকরী ফেসপ্যাক তৈরি করে নিন।
পরিষ্কার মুখে ফেইস প্যাকটি লাগিয়ে ভালোভাবে স্ক্রাব করে নিন।
25 থেকে 30 মিনিট শুকানোর জন্য সময় দিয়ে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
নিয়মিত ব্যবহারে আপনার ত্বক দ্রুত সময়ে ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে।
বিটরুটের ফেসপ্যাকঃ
আমাদের ত্বককে গভীর থেকে উজ্জ্বল এবং ফর্সা করতে ত্বককে সুস্থ রাখতে বিটরুট অনন্য এক প্রাকৃতিক উপাদান। এতে বিদ্যমান বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের ত্বকের গভীরে গিয়ে ত্বকের কোষের শক্তি যোগায় এবং ত্বক কে করে তোলে সম্পূর্ণ উজ্জ্বল, ফর্সা ও আকর্ষণীয়।
। 2 চা চামচ বিটরুটের রস 2 চা চামচ অ্যালোভেরার জেল এবং একটি আলুর পেস্ট সাথে ১ চা চামচ কাচা হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন এই ফেসপ্যাকটি।
এবার পরিষ্কার মুখে ফেইস প্যাকটি লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে স্ক্রাব করে নিন।
এরপর 20 থেকে 25 মিনিট সময় দিয়ে, কুসুম গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে যে সকল নিয়ম মেনে চলবেনঃ
উপরে উল্লেখিত কোনো মাস্কের কোন উপাদান যদি আপনার ত্বকের জন্য এলার্জিক হয়ে থাকে তাহলে সেটি ব্যবহারে সম্পূর্ণ বিরত থাকুন।
ত্বকে ধুলোবালি বা ময়লা জমতে দেবেন না।
ত্বক সব সময় পরিষ্কার রাখুন।
কোন ধরনের ফেসপ্যাক মুখে লাগিয়ে রোদে গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
দ্রুত ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনবার ফেস মাস্ক ব্যবহার করুন।
কড়া রোদে বের হওয়ার সময় ছাতা অথবা ক্যাপ পরিধান করুন।
উপরে উল্লেখিত ফেসমাস্ক গুলো নিয়মিত ব্যবহারের মাধ্যমে একজন সম্পূর্ণ ঘরোয়া এবং প্রাকৃতিক ভাবে সুন্দর, ফর্সা ও উজ্জ্বল ত্বকের অধিকারী হতে পারেন।। তাই দ্রুত সময়ে ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে আমাদের নির্দেশিত পন্থা সমূহ অনুস্বরণ করুন। হয়ে উঠুন সুস্থ, সুন্দর, সতেজ, ফর্সা ও উজ্জ্বল ত্বকের অধিকারী।
ধন্যবাদ